দরদী ছিল যেজন ভুলিয়াছে মোরে,
হারিয়ে খুঁজেছি বৃথা বেঁধে নিতে ডুরে।
অচেতন হুশ জ্ঞানে নিত্য অবহেলা,
আমার হৃদ মহলে দিয়ে রাখি তালা।
প্রবেশ করিতে এসে অপেক্ষায় বসে,
অপমানে ফিরে গেল ক্রোধে অবশেষ।
দয়া মায়া ছিল যত নির্মম কঠিন,
আমার জীবনে কভু আসেনা সুদিন।
অনুতাপে নিত্য কাঁদি ক্ষমা কর ভুল,
মোর প্রিয়জন ভেবে পরাণ আকুল।
ভালোবাসা যত জ্বালা বিরহ বিচ্ছেদ,
অচেনা আজব খেলা সম্পর্কের ছেঁদ।
আমি জানি অপরাধী তুমি বিচারক,
অভিমানী ভুল ভেঙ্গে আনন্দে জাগুক।