স্রষ্টার সাজানো
শপথ

কি সুন্দর এ পৃথিবী সাজানো প্রকৃতি,
উর্ধে আকাশ মন্ডলী শূণ্যের উপর,
অবাক বিস্ময়কর নির্ধারিত স্তর,
রবি শশির কিরণ অন্ধকারে দ্যোতি।
মৃত্রিকার আবরণ প্রলেপে ভূপৃষ্ট,
জল স্থল পরিপাটি ভূমি ও সাগর,
সকল প্রাণীর বাস উদ্ভিদে শিকড়,
মানুষ রয়েছে যথা সৃজনের শ্রেষ্ট।

প্রাকৃতিক পরিবেশে শান্তির আশ্রয়,
নিরাপদ আবাসন মনোরম বেশ,
মানুষের বসবাসে ভাগাভাগি দেশ,
মালিকানা দাবীদার বোকামি নিশ্চয়।
মহান প্রভুর কৃপা সৃষ্টির উপর,
সুষম বন্টিত হার বাঁচিতে নির্ভর।।