শ্রদ্ধাঞ্জলী
শপথ

বরকত বলেছে মা রফিক সালাম,
বাংলা মাতৃভাষায় ডেকেছে জব্বার,
মায়ের মুখের বুলি প্রথম শিক্ষার,
মর্যাদায় উচ্চ শির জানাই প্রণাম।
বাকহীন পরাধীন বাংলা জননী,
স্তব্ধ নিরবতা বুকে আত্মচিৎকার,
শুনেছিল বরকত রফিক জব্বার,
মহান সালাম সেথা হল কুরবাণী।।

স্বাধীন বাংলা ভাষা আমাদের জন্য,
আন্দোলনে অধিকার আনিল ছিনিয়ে,
শহীদের তাজা রক্তে দিয়েছে রাঙিয়ে,
স্বার্থক মাতৃ সেবায় সন্তানেরা ধন্য।
তাঁরাই উচ্চ কন্ঠের গর্বিত বাঙ্গালী,
তাঁদের চরণে ভক্তি দাও শ্রদ্ধাঞ্জলী।।