সৃষ্টির কবি সোমাদ্রি
শপথ
অপূর্ব সুন্দর বাক্যে অসাধারণ সৃষ্টি,
মনোমুগ্ধকর কাব্যে আনন্দের বৃষ্টি।
উচ্ছাসে মাতিয়ে দিল আসরের পাতা,
রাতের আকাশে চাঁদ পূর্ণিমার ছাতা।
পৃথিবীকে গ্রাস করে রোমান্টিক স্বপ্ন,
সাজিয়ে রঙিন আশা ভালবাসা যত্ন।
অপদার্থের সভ্যতা ধূসর কুয়াশা,
কবির কবিতা দিল নতুন প্রত্যাশা।
অতুলণীয় ভাবনা সোমাদ্রির লেখা,
প্রতিভা বিকাশ যেনো প্রজ্জোলিত শিখা।
শিক্ষার বিষয়বস্তু স্পষ্ট অবিরাম,
প্রানবন্ত সজীবতা হৃদয়ে পেলাম।
হে কবি অভিনন্দন নিত্য নব কাব্য,
আপনার প্রচেষ্টায় লেখা অনবদ্য।