💞💞আজকে ৮ ম বিবাহ বার্ষিকী 💞💞
শ্রেষ্টত্বে বিশ্বস্ত
তোফায়েল আহমেদ টুটুল
বেঁধেছো কি মায়াডুরে সোহাগে আদরে,
প্রেম প্রীতি ভালোবাসা পবিত্র অন্তরে।
সুখে দুঃখে পাশাপাশি নিত্য ছায়াসঙ্গী,
শক্তি সাহস যোগাতে জীবন অর্ধাঙ্গী।
হাসি কান্না সহমর্মী বিশ্বস্ত আপন,
ব্যথার দোসর তুমি বন্ধু প্রিয়জন।
সততা নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্যে,
পূর্ণতা শূণ্যতা ভবে তব স্বর্গ রাজ্যে।
কোমল হাতে তোমার শান্তির পরশ,
সুস্থ দীর্ঘায়ু বাঁচার সেবিলে পুরুষ।
দুষ্টের দমনে সদা পাতিলে আঁচল,
যমদূত প্রাণ নিতে হইবে বিফল।
সতীর পতি জগতে সৌভাগ্য আমার,
সাফল্যে ধন্য জীবন স্বার্থক বাঁচার।