শ্রেষ্ট উপহার তুমি পাঠালে আমায়,
ধন্য জীবন আমার পরিপূর্ণ আশা,
সাধনা সফল ভবে স্বার্থক তপস্যা,
পৃথিবীতে বেঁচে থাকা অস্থিত্ব রক্ষায়।
সুখ শান্তির আনন্দে সাজানো স্বপন,
চাওয়ার আগে পূর্ণ সকল পাওয়া,
হাসি খুশি মুখোরিত কৃতজ্ঞ হওয়া,
পরম তৃপ্তির সুখ বুকের গহণ।
দয়ালু মহান তুমি করুণার দানে,
কৃপার মহীমা গুণে শ্রেষ্টত্বের দাবী,
শুকরিয়া নত শিরে প্রশংসার সবি,
ইবাদতের সেজদা পবিত্র চরণে।
কেড়ে নিলে উপহার প্রতিশোধ ক্রোধে,
অধিকারহীন প্রাপ্তি কোন অপরাধে?