শ্রদ্ধার শুভেচ্ছা
শপথ
একরাশ তাজা ফুলে শুভেচ্ছার মালা,
শ্রদ্ধা ভক্তি উপহার করুন গ্রহন,
আর্শিবাদের মন্তব্য চাই সর্বক্ষণ,
অনুপ্রাণীত হৃদয়ে আনন্দের খেলা।
মহৎ হৃদয়ে কবি আপনি পাঠক,
জ্ঞানের প্রদীপ জ্বেলে উজ্জল ভূবন,
লিখেছেন অনবদ্য নতুন সৃজন,
প্রস্ফোটিত প্রতিভার আপনি লেখক।
ভাল ও সুস্থ থাকুন সর্বদা প্রার্থণা,
আল্লাহর দরবারে দুই হাত তোলে,
মঙ্গল কল্যাণ চাই জগতে সকলে,
পরম দয়ালু প্রভু দাও হে করুণা।
সুখ শান্তির জীবন চাই যে বাঁচার,
কৃপাতে কর আল্লাহ জগত উদ্ধার।