সঙ্গীহীন অপেক্ষার বিরহ প্রহর,
স্পর্শহীন স্মৃতিগুলো গভীর প্রণয়,
নিদ্রাহীন নিশি জাগে ব্যথিত হৃদয়,
শ্বাসহীন বেঁচে থাকা উদাসী অন্তর।
স্বপ্নহীন নয়নের ভেঁজানো পাঁপড়ি,
আশাহীন জীবনের বুকে বিচরণ,
প্রেমহীন অবিরাম স্মৃতির দহণ,
প্রাণহীন মানুষের বিশ্বাস জুয়াড়ি।
অন্তহীন প্রতিক্ষার অদ্ভুত বিস্ময়,
ভাগ্যহীন অভিশপ্ত বিধাতার লেখা,
লেশহীন নিভু নিভু প্রদীপের শিখা,
সীমাহীন যন্ত্রণায় কাতর নিশ্চয়।
ভাবহীন আহাজারি আর্তনাদ গান,
দ্ব্যর্থহীন সফলতা মঙ্গল কল্যাণ।।