এখানে ওখানে আমি খুঁজেছি তোমাকে,
সকাল সন্ধ্যা সর্বদা দেখিতে দুচোখে।
ডানে বামে চারদিকে আড়ালে যে থাকে,
আকাশে পাতালে নয় রয়েছে এ বুকে।
আসেনা সে কভু কাছে প্রকাশে গোপনে,
চুপচাপ নিত্য সঙ্গী সামনে পিছনে।
সুখে দুঃখে একমাত্র আপন ভূবনে,
প্রাণ প্রিয় ভালোবাসা আমার জীবনে।
আধারে আলোতে খুঁজি একাকী নিরলে,
উঁচু নীচু ব্যবধানে ডুবিয়া অতলে।
প্রেম প্রীতির বন্ধনে সাজিয়ে আঁচলে,
বিশ্বাস আকড়ে ধরে নয়নের জলে।
অতৃপ্ত আশায় সদা ঘুরেছি ভূবনে,
অস্বিত্ত বিহীন মনে সত্বার সন্ধানে।