জীবনের উপহার মধুর রজণী,
ফুটন্ত গোলাপ কলি যৌবন কাননে,
গন্ধের ছন্দ আনন্দ ক্ষণিক ভূবনে,
এ গান শুধু আমার জীবন কাহিনী।
তাজা কুসুম কুঁড়াতে আকুল ভ্রমর,
সাজিয়ে যত্নে গাঁথিল মিলনের মালা,
কোমল পাঁপড়ি জুড়ে বিরহের জ্বালা,
শুকলো মলিন প্রেম ভাঙ্গিল অন্তর।
ভুলের মাসুলে জ্বলে চিতার অনল,
বেদনা বিধুর ব্যথা ফুড়িয়ে স্বপন,
মরণ যন্ত্রণা বুকে হারানো বাঁধন,
ভালবাসা খুঁজে আশা ঝরে আঁখিজল।
প্রাণের বীণা বাজিয়ে কাঁদি শূণ্য মনে,
ছড়ালে এ সুর কেন আমার গগণে?