কতটা পথ পেরিয়ে গন্তব্যে পৌছাবো,
পৃথিবীর তেপান্তরে পরিচিত দেশে,
তোমার ঠিকানা খুঁজে পাব অবশেষে,
ভালোবেসে নিত্য চলা কখন থামাবো?
চেনা জানা অলি গলি বুকের শহর,
জলে স্থলে বিচরণ আকাশ পাতাল,
পর্যাপ্ত ধন সম্পদ পথের কাঙ্গাল,
কিসের অভাবে যেন কাঁদে গুপ্তচোর।
দিবানিশী সিঁধ কাটে লুটেরা ডাকাত,
সঞ্চিত সুখ শান্তিতে করেছে হামলা,
দুঃখ কষ্ট বেদনায় বেড়েছে ঝামেলা,
হৃদয় মহলে হানে অদৃশ্য আঘাত।
সন্ধানের তথ্যকেন্দ্রে অভিযোগ বার্তা,
তোমার স্বাক্ষাত দিবে কে সংবাদাতা?