সোনার মানুষ
শপথ

মানুষ রতন ভেবে করিবে যতন,
বিশ্বাস ভক্তির প্রেম একাধারে তিন,
যার কাছে পাবে তাকে ভজ চিরদিন,
চন্ডাল কিবা মমিন সাধুর চরণ।
মানুষে বিবেক বুদ্ধি জ্ঞানের ভান্ডার,
ঝগড়া বিবাদ লাগে, মিটে গন্ডোগোল,
অপকর্মে লিপ্ত পাপে করে মহাভুল,
ন্যায় নীতি মানুষেই জগত উদ্ধার।

মানুষে মানুষ গাঁথা অলৌকিক সত্তা,
হিন্দু কি মুসলমান নেই যে বিদ্ধেষ,
বৌদ্ধু খৃষ্ট ভেদাবেদ নেই জাতি দেশ,
মঙ্গল কল্যাণ কামী আলোকিত আত্মা।
পৃথিবীতে খুঁজে দেখ মুক্তির সন্ধানে,
সোনার মানুষ হতে সুন্দর ভূবনে।