যে প্রেমের ধারা বুকে বহে অবিরত,
জীবন মরণ সাথী প্রাণের স্বজন,
সাত পাকের প্রণয় পবিত্র বন্ধন,
দুজনার আশা পূর্ণ স্বপ্ন ছিল যত।
ভালোবাসায় রঙ্গিন সুখের ভূবন,
শুভদিনে ফু্লশয্যা সাজানো মহল,
বনফুলে গাঁথা মালা সম্পর্ক অটল,
সুখ দুঃখ ভাগাভাগি পরম আপন।
ধন্য মানব জীবন সফল বিজয়ী,
সাধনার আরাধনা মন প্রাণ জুড়ে,
স্বামী স্ত্রীর বসবাস বিশ্বাসের নীড়ে,
দায়িত্ব কর্তব্য বোধে উদার বিণয়ী।
অধিকার পরস্পর মঙ্গল কল্যাণ,
চির শান্তির চাদরে আবৃত সম্মান।