সময়
শপথ
বলেছে সোনার ঘড়ি টিক টিক টিক,
সময় বহিয়া যায় প্রতিটি প্রহর,
এভাবেই দিন মাস কাটিছে বছর,
যে জন না বুঝে ধিক শত ধিক।
সেকেন্ডের কাটা ঘুড়ে মিনিটের দ্বারে,
মিনিটের সমন্বয়ে ঘন্টা হল পার,
কে দিল ঘড়ির চাবি সময় চলার,
বন্ধ করে আটকাতে জগতে কে পারে?
কাহারো অপেক্ষা নেই আপন গতিতে,
কারো জন্য নেই কোন দায়িত্ব কর্তব্য,
সময়ের ব্যবধানে কুড়ানো মন্তব্য,
অবহেলা অনাদর যে যাহার মতে।
সময়ের মূল্য বুঝে জগতে যে জন,
অনন্ত চির বন্ধনে করেছে আপন।।