ধ্বংস বিধ্বস্ত স্তোপ জঠোরে ধারণ
পরাজিত হলে পিতা মাতৃ জয় শুরু
গর্ভবতী নারী রুপে স্রষ্টা মহাগুরু
প্রলয়ের লয় হতে সন্তান সৃজন।
আনন্দে মহাতান্ডব পুরুষের খেলা
সাপের মণি হারায় ব্যাঙের গুহায়
সমুদ্রের তলদেশে আগুন জ্বালায়
পাহাড়ের ঝর্ণাধারা নারী করে লীলা।
দিবনিশি লীলা খেলা নর নারী স্রষ্টা
খেলা শেষে লীলাবতী সূচনায় মাতে
কেয়ামতে আলামত সুন্দর সৃজিতে
সমাপ্তির ভূমিকাতে হাশরের দ্রষ্টা।
প্রলয়ে ভয় কিসের সৃজনে নতুন
পরাজয়ে জয় সত্য সাজানো ভূবন।