কলসি ভরোনা জলে খালি রাখ সখি,
অতলে ডুবিতে আমি নামিব ভিতরে,
তৃষ্ণায় তোমার পিছু পিপাসা কাতরে,
একফোটা জল দিও ভিজাতে দু'আঁখি।
কলসীর জল নড়ে বুকে তোলে ঢেউ,
উষ্ণ হৃদয় চৌচির মরুভূমি চর,
মনের আকাশে মেঘ অনাবৃষ্টি ঝড়,
জীবন জোয়ারে ভাসে জানে না তা কেউ।
মিটাতে পিপাসা দাও কলসীর জল,
উত্তপ্ত ছাতি শীতল অমৃত সুধার,
পান করে ধন্য হই অতৃপ্ত আশার,
নিভে যাক মন থেকে চিতার অনল।
সপ্ত সাগর শুকিয়ে বালুচরে ঘেরা,
তৃষ্ণার জল সখির কলসিতে ভরা।।