বোকার মত ভাবছি বসে আছ তুমি,
অনন্ত প্রতীক্ষা নিয়ে অধীর আগ্রহে,
ক্রোধানলে শান্ত শিষ্ট অভিমান দ্রোহে,
সাজানো প্রেম কাননে দিবস ও যামী।
কাব্য কথায় রচিয়া অপূর্ব কবিতা,
প্রেমালাপে মুখোরিত নির্জন প্রকৃতি,
মধুর মিলন মেলা অপরুপ স্মৃতি,
নিরলে বসিয়া তুমি একাকী সবিতা।
সময়ের ব্যবধানে প্রান্তিক অপেক্ষা,
সেকেন্ড মিনিট ঘন্টা কাটানো প্রহর,
বেদনা বিধূর ক্ষতে বিবর্ণ ধূসর,
অবশেষে ভেবে নিলে আমার উপেক্ষা।
সম্পর্কের অবসানে অনুরাগী তুমি,
অনায়েসে আজো যাই সেই পথে আমি।