পৃথিবীতে কেন এতো ছোট এ জীবন
যত পাই তত চাই নাই শেষ নাই
মিটেনা পিয়াসা কভু স্বাদ জাগে তাই
আরো ভালোবেসে যেতে বলে শুধু মন
দুই নয়নে সুন্দর দেখার বাসনা
যত দেখি আশা বাড়ে চঞ্চল হৃদয়ে
সুখ শান্তির আনন্দ খুজি অভিনয়ে
দু:খ কষ্ট হাসি কান্না ভূবনে ছলনা
অনেক বাধা বিপত্তি জটিল ভাবনা
ব্যথার সমাধী গড়ে বুকের অতল
আপন পর নির্ণয়ে সিদ্ধান্ত অটল
জগতে মানুষ করে প্রেমের সাধনা
ভ্রমণে দৃষ্টি সীমায় নিরব উদাসী
প্রেম প্রীতি ভালোবাসা সত্যি সর্বনাশী