শাস্তি দিবি কোন দোষে ভেবে দেখ তুই
জন্ম নয় গর্ভে নয় কি সম্পর্কে বেঁধে
অন্ন বস্ত্র বাসস্থান স্বার্থ লোভে কই
কেন আমি সর্ব ত্যাগে উপকারী সাধে
কুমতলবে যে প্রেম তোর মনে পাপ
বিধির দেয়া আদেশে আমি আসলাম
অপকর্মে লিপ্ত হয়ে চির অভিশাপ
অনুভবে উপলব্দি কত বুঝালাম
কেন আমি ভালোবেসে আত্মভোলা হয়ে
বিসর্জনে নি:স্ব হই তোর কথা ভেবে
স্বপ্নে মোর কুললক্ষী সাবধান ভয়ে
সচেতন না হলেও কলঙ্ক স্বভাবে
চিরতরে দুরে সরে গেলাম হারিয়ে
ইহকালে পরকালে শাস্তি যাব বয়ে