হে মুমিন মুসলিম শুক্রবার আজ
আদায় করতে হবে জুম্মার নামাজ
পাঁচ ওয়াক্ত নামাজী যে ঈমানদার
মুয়াজ্জিনের আযানে প্রস্তুতি যাবার
তুমিও মুসলমান তবে বেনামাজী
মসজিদে যেতে হবে মানতে কি রাজি
ইবাদতে আনুগত্য প্রকাশিতে সৃষ্টি
অদৃশ্য অস্তিত্বে যিনি স্রষ্টার সন্তুষ্টি
বাঁচার জন্য মানুষ করছে লড়াই
জন্ম মৃত্যু পৃথিবীতে নিশ্চয়তা নাই
আহার নিদ্রা সুস্থতা বড় নেয়ামত
মানব জীবন ভবে অন্ধ ভবিষত
অন্তরে পাপের খনি ভন্ড পরিচয়
সেজদায় লুটে কাঁদে পবিত্র হৃদয়