দিবস রজণী সখি হৃদয় মন্দিরে,
আরাধনা উপাসনা কাতর বিণয়ে,
সেজদা পুজা অর্চণা প্রার্থণায় চেয়ে,
মসজিদে ইবাদত পবিত্র অন্তরে।
তোমারি সুখ শান্তির মঙ্গল কল্যাণ,
বিধাতার আর্শিবাদ করুণার দয়া,
দুঃখ কষ্টের শান্তণা সুশীতল ছায়া,
প্রশান্তির উপহার মহীমার দান।
ওগো প্রভু মোনাজাত করিও কবুল,
তোমার সমীপে যাচি জগতের স্বামী,
আমার প্রিয়তমার শুভাকাঙ্খী তুমি,
যদি থাকে মোর কোন পূণ্যের আমল।
ভাগ্যলিপিতে আমার জয়ের সাফল্য,
চাওয়া পাওয়া পূর্ণে তাকে কর ধন্য।