যে দিয়েছে চিত্তে হানা আপন প্রয়াসে,
হৃদয়ে মধুর সুরে ডাকে ভালোবেসে।
যায়না কখনো দুরে আসেনা নিকটে,
দেয়না রুপ দেখিতে সাধ নাহি মিটে।
গোপনে প্রকাশে কোথা মতিভ্রমে একা,
আধারে আলোতে খুঁজে পাই শুধু ধোঁকা।
বিশ্বাসের অনুভবে অস্তিত্ব দর্শণ,
প্রেম ভক্তি নিরাকারে অন্তরে স্বরণ।
কে তুমি সখা, আড়ালে গোপনে নিরলে,
ডাকিতেছো দিবানিশি বাজিয়ে বাঁশরি,
কাছে ডেকে দূরে থাক করিয়া চাতুরি,
অন্তরে বাহিরে বেঁধে মিছে মায়াজালে।
বন্ধু নাকি দুশমন তুমি কে আমি কে?
প্রিয় অপ্রিয় দুজন পৃথিবীর বুকে।