শাস্তি দিবি শাস্তুি দে না তৃপ্তি সহকারে
কতটা ক্ষতি করছি চুড়ান্ত হিসাব
ঘৃণ্য জগন্য পাপীকে নিজ হাতে মেরে
তোর অভিযোগে কোন দিবনা জবাব
লজ্জা শরম ইজ্জত যা ছিল আমার
মনে প্রানে ইচ্ছা ছিল তোর উপকারে
অন্ন বস্ত্র বাসস্থান নিত্য চাহিদার
বাঁচার অবলম্বন রাখিব আঁকড়ে
জীবনের ভুল ত্রুটি অনুশোচনায়
মহত্বের ক্ষমা যত অবহেলা তোর
অবজ্ঞার অপমানে নেই নি বিদায়
অপবাদের কলঙ্কে নিন্দায় কঠোর
প্রতিশোধে শাস্তি দিয়ে তুইতো সফল
তোর বিজয় আনন্দে আমিই বিফল