শান্তণা
শপথ

কি এমন ক্ষতি তুমি করিলে আমার,
ভাল মন্দ পাপ পূণ্য বিধির লিখন,
কাহার সাধ্য এমন করিবে খন্ডন,
কপালের ভাগ্যলিপি সৃষ্টির স্রষ্টার।
আদেশ নিষেধ যত হালাল হারাম,
প্রবাভিত মানুষের ভুল ভ্রান্তি জমা,
মহান প্রভু হয়তো করিবেন ক্ষমা,
অপবাদের কলঙ্ক মিছে বদনাম।।

মঙ্গল কল্যাণে স্রষ্টা সর্বদা মহান,
বাঁচা মরা নির্ধারণ হায়াত মউত,
কেন তুমি বিজয়ের উল্লাসে আপ্লুত,
অধম পাপী আমিও শ্রেষ্ট ইনসান।
জয় পরাজয় ভেবে হিসাব তোমার,
অভিযুক্ত অপরাধী কৃপাতে উদ্ধার।।