হিরা পান্না মনি মুক্তা চাই না জগতে,
টাকা পয়সা ক্ষমতা রাজ সিংহাসন,
ধন সম্পদে মর্যাদা উন্নত জীবন,
সাফল্যের যশ খ্যাতি বিজয় শক্তিতে।
করুণার অনুগ্রহে সুখ শান্তি আশা,
শঙ্কিত লোভ লালসা বিপথে গমণ,
ভাল মন্ধ পাপ পূণ্য জ্ঞানের সাধন,
মোহ মায়া পরিত্রাণে ঘুচাতে হতাশা।।
রাজা হয়ে ভক্তি শ্রদ্ধা প্রজার নিকট,
অনুগত কৃতদাস সেবিতে চরণ,
সুখ শান্তির বাসনা মিছে অকারণ,
মানুষের শত্রু মিত্র স্বার্থের শংকট।
আনুগত্য প্রকাশের নিবেদিত প্রাণ,
স্রষ্টার শাহী এলান আঁকড়ি বিধান।।