সেই রাত
শপথ

সেদিন রাতে আকাশে ছিল কত তারা,
তুমি আমি মুখোমুখি বসে এক সাথে,
মনের আনন্দে নাচি বাহু ডুরে গেঁথে,
জ্বলো উঠে সৌভাগ্যের দুটি শুকতারা।।
মধুর আলিঙ্গণের শরাবে দুজন,
পৃথিবী ভুলেছিলাম অজানার স্রোতে,
সুখের পরশ বুকে হাত রাখি হাতে,
করেছি স্বর্গ রচনা নতুন ভূবন।

অভিষারে আয়োজিত স্বপ্নের বাসর,
আবছা আলো আঁধার জোছনার খেলা,
ফুল কলি চুপচাপ জোনাকীর মেলা,
পূর্ণিমার চাঁদ উঠে মাথার উপর।
মিলনের মোহনায় অতৃপ্ত প্রণয়,
সেদিনের সেই রাত আজ স্মৃতিময়।