কেন যে পড়েনা মনে এইতো সেদিন
বলেছিলে ভালোবাসি হাতে হাত রেখে
জীবন মরন বেঁধে একত্রে রঙিন
প্রেমের পুজা আরতি ছিল দুটি চোখে
দিয়েছি প্রস্তাব আমি চেয়ে অঙ্গিকার
নিরব প্রতিশ্রুতিতে সম্মতি প্রকাশে
আপন প্রিয়জনের দিলে অধিকার
ভালো মন্দ সিদ্ধান্তের ভরসা বিশ্বাসে
সমস্ত হৃদয় জুড়ে প্রেম অনুভুতি
স্বার্থপর সুখ খুজে নিত্য পেরেশান
অকৃতজ্ঞ বেঈমান মানবে কি ক্ষতি
অশালীন যুক্তি তর্কে মান অভিমান
কেন তবে এলে হায় ভুলে যাবে যদি
সেদিনের এই আমি ঘৃন্য অপরাধী