সকাল দুপুর সন্ধ্যা সে ডাকে আমারে,
প্রভাতে কুসুম কলি পাঁপড়ি মেলিয়া,
পাখির মিষ্টি কুজনে বিজনে বসিয়া,
কে গো তুমি অতিথী হৃদয় কুটিরে?।
সাজানো জলসা ঘরে রাখিলে চরণ,
অস্তগামী গোধূলীর লাল গালিচায়,
সাঁঝের প্রদীপ জ্বেলে তুলসী তলায়,
প্রেমের আরতি বুকে সপিতে জীবন।
তন্দ্রাহারা রজণীতে পূর্ণিমার চাঁদ,
অপরুপ জোসনায় আঁধার বিলীন,
রুপবতী প্রকৃতিতে দুরত্ব বিহীন,
ছলনার মায়াজাল শিাকারীর ফাঁদ।
দিবা নিশি ইশারাতে নিরবে সে ডাক,
হারিয়ে নিজেকে আমি সর্বদা অবাক।।