সত্য
শপথ

সত্যকে খুঁজতে হয় হৃদয়ের মাঝে,
কথা কর্ম ব্যবহারে স্বভাব চরিত্রে,
জ্ঞান মেধা অভিজ্ঞতা জীবনের সুত্রে,
প্রখর স্মৃতিশক্তির সাধনার ভাঁজে।
চিত্তের লোভ লালসা স্বার্থ বলিদান,
অন্তরের প্রতিধ্বনি সাহসী প্রকাশ,
ভাষায় ব্যক্ত প্রয়াস বাহ্যিক বিকাশ,
মানব জীবনে ঘটে সত্যের সন্ধান।

ভাল মন্দ নির্বিচারে সত্য অন্বেষণ,
ন্যায় অন্যায় পার্থক্য বিবেকের দ্বারে,
আপন পর দন্ডিত সত্য মিথ্যা ছেড়ে,
সম্পর্কের নীড়ে ত্যাজি হিংসার পতন।
সত্য সর্বদা পবিত্র ভবে চিরঞ্জীব,
মঙ্গল কল্যাণে পূর্ণ সুন্দর পার্থীব।