তৌহিদ সাগর নীচে ডুব দিলে পাবি,
সৃষ্টি জগতে রব কে মা'বুদ কোথায়?
বিশ্ব বহ্মান্ড রয়েছে পরিচালনায়,
নিরাকারে আকৃতিতে আল্লাহর ছবি।
সর্বত্র থাকে বিরাজ নিত্য পাশাপাশি,
এক অদ্বিতীয় সত্তা বিশ্বাসী অন্তরে,
অস্তিত্ব রুপ দর্শণে দেখিবে নজরে,
সুন্দর সৃজনে সদা সুখ দুঃখ হাসি।
দয়ালু মহান প্রভু সৃষ্টিকুলে ঘুরে,
ভালোবেসে কে কখন করিল স্বরণ,
সন্তুষ্টিতে আত্মহারা ঘটে আগমন,
পবিত্র প্রেম বন্ধনে মানুষের দ্বারে।
যুক্তি তর্কের বিজ্ঞানে মিলেনা প্রমাণ,
বিশ্বাস ভক্তির মাঝে সত্যের বিধান।