সঠিক জ্ঞান
শপথ

রহমানুর রহিম আহাদ আল্লাহ,
খালিক বারিক রব সুবাহানাল্লাহ।
কাদিরুন বাছিরুন জলিল জব্বার,
রাব্বুল আল আমিন আজিজ সাত্তার।
ইশ্বর পরমেশ্বর ভোলা মহেশ্বর,
অনাদির আদি সৃষ্টি এ অবিনশ্বর।
নিখিল বিশ্ব ব্রহ্মান্ডে সাজি বহ্মচারী,
নারায়ন নিরাঞ্জন রাম কৃষ্ণ হরি।

সৃষ্টির স্রষ্টা দয়াল জানি এক বিন্দু,
মুসলমান কি হিন্দু তুমি কার বন্ধু?
কার ডাকে দিবে সাড়া কে পর আপন,
মানুষ জগতে মুর্খ তোমারি সৃজন।
তোমার কৃপায় সৃষ্টি এ বিশ্ব ধরণী,
অজ্ঞানী বুঝি কি মোরা তুমি মহাজ্ঞানী।