এ পরাজয় আমার কি চেয়েছি আমি
কোন স্বার্থের সন্ধানে ভালোবাস তুমি
সেতো আপন কেউনা তবুও মায়াতে
চাইনি নষ্ট জীবনে বাঁচে পৃথিবীতে
পাপ কাজে লিপ্ত হোক সীমা লঙ্গনের
দায়িত্ব পালন শুধু অভিভাবকের
করনি সহযোগীতা সুপথে চালাতে
শত্রুতা বাড়ালে শুধু আপন ইচ্ছাতে
কত চেষ্টা সাধনাতে রেখেছি খেয়াল
মৌলিক চাহিদা গুলো সকাল বিকাল
সেবা যত্ন পরিশ্রম সুস্বাস্থ্য গঠণে
শান্তি সুখের জীবন সাজাতে ভূবনে
নিন্দা ঘৃণা অপমান ব্যবহার শেষে
এ বুঝি ন্যায় বিচার আদালতে বসে