স্বরিও হে প্রিয় মোরে গোধূলী সন্ধ্যায়,
মল্লিকা মালতি যবে ফুটিবে কাননে,
জুঁই চামেলী শিমুল গোলাপের সনে,
জবার পাঁপড়ি মেলে শিউলী তলায়।
বকুলের মালা গেঁথে প্রথম সুভাষ,
ফাগুন বসন্ত গানে করিও তলব,
চৈতালী বাতাসে ঝরে শুকানো পল্লব,
অলস দুপুর বেলা বিরহী উদাস।
হাসনা হেনার সাজে তুলশী তলায়,
সাঁঝের প্রদীপ হাতে নির্জন আঁধারে,
একলা নদীর তীরে বাঁশরির সুরে,
রজণীগন্ধা ফুলের বাঁধানো তোরায়।
চঞ্চল আকুল প্রাণ হৃদয়ের নীড়ে,
মুক্ত আকাশে ডাকিও ব্যথিত অন্তরে।