সমস্ত প্রশংশা
শপথ
সকল সৃষ্টির স্রষ্টা করুণা দয়ার,
আসমান ও জমিন সৃজন তোমার।
যেদিকে নয়ন দৃষ্টি দেখি কত সৃষ্টি,
সাজিয়েছ অপরুপ ফুলে ফলে মিষ্টি।
পাহাড় সাগর নদী তরু বৃক্ষ রাজী,
জিকির করে আল্লাহ নাম মাওলাজী।
বিশ্ব বহ্মান্ডের যত সৃষ্টি সমাহার,
কুদরতের মহিমা জানি ইন্তেজার।
রাখ মার সবি পার বাঁচাতে জীবন,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে কত আয়োজন।
ভাল মন্দ পাপ পূণ্য সুন্দর বিধান,
মঙ্গল কল্যাণে প্রভু স্রষ্টা সুমহান।
অজ্ঞানী অধম পাপী বান্দা গুনাগার,
সমস্ত এ প্রশংসা আল্লাহ তোমার।।।