কি ব্যবস্থা করেছিলে পাঠানোর আগে
কত কি এই জগতে প্রয়োজনে লাগে
ক্ষুধা তৃষ্ণা নিবারণে অন্নের যোগান
অভাবে স্বাভাব নষ্ট নিত্য পেরেশান
নিরাপদ বাসস্থানে শান্তির বিশ্রাম
দিন রাত সুস্থতায় সুখের ব্যারাম
ধন সম্পদ কত কি দরকারী সব
পৃথিবীর বুকে কেন খুঁজি আমি রব


জগত মালিক তুমি বানিয়ে কাঙ্গাল
কঠিন পরীক্ষা করে রয়েছো আড়াল
বিপদে যে ধৈর্য্যহারা বড় অসহায়
তোমার দায়িত্ব বোধে শান্তণা কি পায়
নিরুদ্দেশ যাত্রা পথে বিভ্রান্ত জীবন
উত্তম পরিকল্পণা সাজানো ভূবন