সাজাবো তোমায় আমি আলতা চন্দণে,
মনের মাধুরী যত কপালের টিপ,
চোখের কোণে কাজল আলোর প্রদীপ,
কাঁচা হলুদ মাখিয়ে সোনার বদনে।
হীরা মুক্তার গহনা হাতের কাঁকন,
শ্বেত পাথরে খচিত নাকের নোলক,
রুপালী কানের দুলে কাড়িতে পলক,
কোমল অঙ্গে জড়িয়ে রেশমি বসন।
লাল টুকটুক শাড়ী বাহারি আঁচল,
কালো কেশের খোপাতে ফুটন্ত গোলাপ,
ঘোমটার ফাঁক দিয়ে দেখি চুপচাপ,
আলতা রাঙ্গা চরণে বাজিবে পায়েল,
নূপুরের তালে তালে সদা বিচরণ,
সেজে গুজে সুনিপুন বুকের গহণ।