স্বাধীণতার স্বপ্ন
শপথ
ঘোষণা জয় বাংলা এ দেশ স্বাধীন
সে এক মহান নেতা মজিবুর রহমান,
স্বাধীণতার ঘোষক জিয়াউর রহমান,
লাখো শহীদের রক্তে বাংলা রঙিন।
সোনার বাংলাদেশ স্বপ্ন দুই চোখে,
এবারের সংগ্রাম মুক্তির শপথ,
বর্বর পাক বাহিনী হায়েনার রোধ,
স্বাধীণতা আন্দোলনে যোগদান লোকে।
মানচিত্রে পরিচয় স্বাধীন বাংলা,
লাল সবুজ পতাকা শান্তির আশ্রয়,
শহীদ বীর বাঙ্গালী অমর অক্ষয়,
মুজিব জিয়া স্বার্থক স্বাধীণতা বলা।
বিবর্তনে পরাধীন অতীতের লাজ,
অর্জিত স্বাধীণ দেশ ইতিহাস আজ।।