বিশ্ব ভূবনে মাওলা তুমি যে রঙ্গিলা,
নিত্য নৈমিত্ত তোমার ভাঙ্গা গড়া খেলা,
পৃথিবী শ্মশানভূমি মরু কারবালা,
সুখ শান্তির প্রত্যাশা উদাসীন লীলা।
নির্জনে লুকিয়ে তুমি আনমনে বসে,
বিরহ মিলনে সদা যাও কেঁদে হেসে,
আপন ইচ্ছাতে যদি অনন্ত পিয়াসে,
সর্বত্র বিরাজমান মুক্ত বন্দি কিসে।
প্রাপ্তির অপূর্ণ তৃপ্তি আছে কি অভাব!
সর্বশক্তিমান তুমি জগতে নবাব,
বিপদে উদ্ধার পেতে কাতর স্বভাব,
করুণা বঞ্চিত জনে কে চায় জবাব?
দয়াময় নাম ধরে নির্দয় পাষাণ,
গৌরবে মর্যাদা রক্ষা কিসে পরিত্রাণ।।