রোহিঙ্গা বাঁচাতে
শপথ
চারিদিক চিৎকার আর্তনাদে ভারী
আরাকানে মুসলিম রোহিঙ্গার কান্না
নাফ নদীতে রক্তের স্রোতধারা বন্যা
শশানে জলন্ত চিতা নিত্য আহাজারী।
মৃত্যুোর সীমান্ত রেখা করে অতিক্রম
বাংলাদেশে আশ্রয়ে শিশু নর নারী
জীবন বাঁচাতে এল ছেড়ে ঘর বাড়ি
বিপদে সাহায্য চায় কত মুসলিম।।
এসো ভাই মিলে মিশে এই করি পণ
যার যেমন সামর্থ্য অর্থ করি দান
প্রতিটি রোহিঙ্গাদের অসহায় প্রাণ
বাঁচাতে এগিয়ে আসি মানব জীবন।
ক্ষুধায় কাতর বুকে কষ্টের আগুন,
নিভাতে আপন স্বার্থ দেই বিসর্জন।