কত যে ভেবে জীবন চলছে জগতে,
চেনা অচেনার মাঝে কে আপন পর,
কাছে দুরের সম্পর্ক ব্যথিত অন্তর,
দায়িত্ব কর্তব্য বোধে অধিকার পেতে।
নিত্য চাওয়া পাওয়া দেবার কি আছে,
হিসাবের গরমিল লাভ লোকসান,
জয় পরাজয় ভবে স্বার্থ ব্যবধান,
মানুষের জন্ম মৃত্যু বিধাতার কাছে।
সময়ের গতি পথে জীবনের চাকা,
দিবা রাত্রি পালাক্রমে উত্থান পত্তন,
রাজা প্রজা পরিচয়ে পৃথিবী ভ্রমণ,
কর্ম কান্ডে প্রতিফল অবশেষে ধোকা।
মুলধন বিনিয়োগে অর্জিত সম্পদ,
ঋণগ্রস্ত মানুষের অনন্ত বিপদ।।