রাত জাগা পাখি
শপথ

নিশাচর প্রাণীগুলো আঁধার আলোতে,
রাতজাগা পাখিগুলো চুপচাপ বসে,
মনের অব্যক্ত গান একাকী প্রকাশে,
নেই কোন কোলাহোল নিরব নিশীতে।
হৃদ আকাশে গর্জণ বজ্র বিজলীর,
অজস্র কথার কলি মনের কাননে
আমাতেই আমি ফুটি সৌরভ বিহনে,
শুকনো মলিন ঘুমে নব পাঁপড়ীর।

অবিশ্রান্ত ক্লান্ত দেহে বিরহ দহণ,
বিশ্রামে নেই আরাম তন্দ্রাহারা আঁখি,
প্রকৃতির সমারোহে রাত জেগে থাকি,
জোনাকী জ্বলে সাজায় সবুজের বন।
বিচ্ছেদের অভিমান ঘুম দাও তুমি,
শান্তির পরশ দাও বুকে টানি আমি।।।