দুটি চোখে অবিরাম ঝরেছে যে ঝর্ণা,
উজান বইছে বুকে পদ্মা ও মেঘনা।
স্রোতের ঢেউয়ে ভাঙ্গে হৃদয় সীমানা,
অতলে ডুবে বিলীন অন্তর মোহনা।
প্রেমের তরীতে ভেসে তীরের সন্ধান,
আবেগের পাল তোলে দাঁড়ে দেয় টান।
তরঙ্গে আনন্দে দোলে গায় শুধু গান,
মন মাঝি বৈঠা হাতে দেখে ব্যবধান।
অকূল দরিয়া পাড়ি দিতে চায় মন,
সীমাহীন ভালবাসা অন্তরে ধারণ।
ডুবুরী করে সন্ধান বুকের গহণ,
বিশ্বাসের মণি মুক্তা স্বাধের জীবন।
ত্যজিল আপন প্রাণ হিতাকাঙ্খী প্রেম,
জগতের ভাবান্তর রাধিকার শ্যাম।