হেরিল নয়ন যবে রুপের মাধুরি,
দৃষ্টির সীমায় খুঁজে হয়েছি ফেরারি।
অচেনা অতিথী সে যে হৃদয়ে বসতি,
প্রেমের ভূবনে একা নিছক আকুতি।
বাঁচা মরা অজুহাতে অস্থির ভাবনা,
স্বপ্ন আশা ক্ষণিকের জীবনে চেতনা।
দিদ্বা দন্দ্বে দিবা নিশি বিরহ বিচ্ছেদ,
সুখে দুখে অনুভবে রচিত প্রচ্ছেদ।
অদৃশ্যের অন্তরালে কাঙ্খিত মানুষ,
ছদ্মবেশী নিত্যসঙ্গী করেনা আপোষ।
পরিচয় অপ্রকাশে সিদ্ধান্তে অটল,
বিশ্বাসের তপস্যায় সাধনা বিফল।
আনন্দের আলিঙ্গন পৃথিবীর বুকে,
প্রত্যাশিত ভালোবাসা মিলনের সুখে।