চাও ফিরে চাও তুমি দেখ এই আমি
মুখ ফিরিয়ে রেখোনা ও জগত স্বামী
দৃষ্টি সীমাতেই আছি হাতের নাগালে
সাড়া দিতে ইচ্ছা নেই এত বেখেয়ালে
দেখে শুনে চুপচাপ নিরব নিথর
বিপদ আপদে আমি ভয়েই কাতর
কাছে দূরে সর্বস্তরে খুঁজি ধরা ধামে
সুখ শান্তি আছে বুঝি তোমার ঐ নামে


ওগো প্রভু দয়াময় জানি অপরাধী
ভুল ত্রুটি ক্ষমা পেতে দিন রাত কাঁদি
অতীত ছিল পাপের বর্তমান নয়
ভবিষত সত্য ন্যায়ে হোক পূণ্যময়
তবু যদি ক্রোধানলে প্রতিশোধ চাও
পৃথিবীর বুকে এসে হত্যা করে যাও