এই দরবারে আজ বসিলাম আমি,
তোমাকে শুনাবো বলে প্রেমের গজল,
রিক্ত হস্তে তুচ্ছ দান নয়নের জল,
ওগো দয়াময় প্রভু ফিরাবে কি তুমি?
কাঁদিতেছি অবিরাম নত শিরে ভক্তি,
তোমার চরণে যাচি প্রাণের আকুতি,
ক্ষম অপরাধে পাপ যত ভুল ভ্রান্তি,
সুপথ সন্ধানে দাও করুণার মুক্তি।
দয়ালু মহান তুমি পুরস্কার দাতা,
শান্তনায় কর মোর হৃদয় শীতল,
ভেঙ্গে দাও অভিশপ্ত বন্দির শিকল,
শান্তির পরশে দিও আর্শিবাদে ছাতা,
সকল বিপদে মোরে করিও উদ্ধার,
মধুর স্বরে প্রশংসা গাহিতে তোমার।