নাম ধরে যতবার ডাক তুমি মোরে,
অন্তরে শুনিতে পাই দিবানিশি সুর,
আড়ালে আত্মগোপন কাছে কিবা দুর,
সাজানো প্রণয় কুঞ্জ বুকের পাঁজরে।
আঁধারে জ্বালাবো মোরা প্রেমের মশাল,
সুন্দর এ বসুন্ধরা রচি বৃন্দাবন,
হাসি গানে মুখোরিত হৃদয় কানন,
পবিত্র ভালোবাসার ক্ষমতা বিশাল।।
সুখের পরশে দোলা রঙ্গিন অন্তর,
আবেশে ছড়িয়ে যায় স্বপ্নের আবীর,
বৃত্তের বন্ধনে মোরা সম্পর্ক গভীর,
তুমি আমি পাশাপাশি গড়েছি বাসর।
নিত্য মিলন মোহনা সাজে প্রেমময়,
দুজনার ভালোবাসা হবে বিশ্ব জয়।