দিন দিন প্রতিদিন বুকের ভিতর,
আশা রাখি স্বপ্ন দেখি সাজানো জীবন,
সুখ চেয়ে শান্তি পেয়ে সুন্দর ভূবন।
নিরবধি গতিবিধি বিরহ প্রহর।
কাটে দিন বাড়ে ঋণ ব্যর্থ দেনাদার,
অভিশাপে কোন পাপে নিরবে বিলাপ,
শোধে ধোঁকা বোকা একা হৃদয়ে প্রলাপ,
কত কথা ব্যথা গাঁথা করুণ কান্নার।
আঁখি জলে ভেসে চলে প্রেমের পথিক,
সীমা ছেড়ে বহুদূরে গন্তব্য অজানা,
প্রেম প্রীতি কত স্মৃতি কাতর যন্ত্রণা,
দিক হারা দিশেহারা ভুলের সঠিক।
পৃথিবীতে দুঃখ পেতে জন্মিলাম আমি।
ভালো থেকো সুখে থেকো প্রিয়তমা তুমি।