প্রিয়তমা
শপথ
মনের নীল গগণে স্বপ্নগুলো উড়ে,
গানের সুর বেঁধেছি কবিতার ছন্দে,
রঙধনুর আভায় মেঘের আনন্দে,
শিল্পীর অঙ্কিত চিত্র দুনয়ন জুড়ে।
কল্পনার মাধুরীতে তিমির রজণী,
পূর্ণিমার চাঁদ উঠে হৃদয় আকাশে,
স্বচ্ছ আলোক বিহারী অস্থিত্ব প্রকাশে,
সবুজ কুসুম বনে চপলা হরণী।
আবেগ প্রবণ আশা বসন্ত ফাগুনে,
তৃষ্ণার্ত পিপাসা বুকে অতৃপ্ত বাসনা,
অমৃত প্রেমের সুধা জীবনে কামনা,
তিক্ত বিরহী প্রহর স্বার্থক মিলনে।
প্রার্থণার আরাধনা পুঁজা ইবাদত,
দাওনা হে প্রিয়তমা বাঁচার শপথ।