তোমায় যত্নে রাখিব শুন হে প্রিয়ও,
হৃদয় কাননে মোর কুসুম সৌরভে,
অমৃত মধুর সুদা পিয়াসা মিটাবে,
মম চিত্তে নৃত্যতালে আনন্দে দোলিও।
ফুল কলিদের সনে ফাগুন বসন্তে,
কোমল পাঁপড়ি মেলে সুখের পবনে,
পাখির কুজনে সখি মুখোরিত গানে,
দিক বিদিক ছুঁটিও মনের দিগন্তে।
বিলীন করিব আমি অস্তিত্বের রুপ,
নরম কাঁদা মাটির গড়িতে পাতিল,
সুুন্দর পুতুল খেলা সুখ অনাবিল,
নাচানোর চাবিকাঠি পুড়াইতে ধুপ।
আঁধারে বন্দি জীবন মুক্তির মিছিলে
এসো হে প্রিয়ও তুমি নাও টেনে কোলে।