এসো হে লাজুক প্রিয়া থেকনা আড়ালে,
ভালোবেসে ধরা দাও বুকের গহণ,
দরশন পেতে আজ উতলা নয়ন,
তুমি আসবে কখন দাওনাগো বলে।
প্রেমেরি আবিরে রাঙ্গা হৃদয় অঙ্গন,
বসন্তের ফুলে ফুলে রঙ্গিন সুবাস,
চারিদিকে ফাগুনের আনন্দ উল্লাস,
হাসি গানে মুখোরিত আশার স্বপন।
অদৃশ্যের অন্তরালে কেন যে গোপন,
কি কারণে অভিমানী গুপ্তচোর সাজি,
রুপছবি প্রকাশিতে হয়না সে রাজি,
নির্বাক পাষাণী কভু ফেলিতে চরণ।
নাম ধরে ডাকি সদা বিশ্বাস অন্তরে,
স্বার্থক জীবন ভবে দেখিলে নজরে।